Howrah: সালকিয়া ও বেলগাছিয়ায় শাসকদলের সুলভ ক্যান্টিনের ১০০ দিন, বড়দিনে মেনুতে কেক-কমলালেবু
Continues below advertisement
করোনা আবহে চালু হওয়া হাওড়ার সালকিয়া ও বেলগাছিয়ায় শাসকদলের সুলভ ক্যান্টিন পা দিল ১০০ দিনে। সেই উপলক্ষ্যে বড় দিনের মেনুতে যোগ হল কেক আর কমলালেবু। স্বল্পমূল্যে খাবার পেয়ে খুশি শিল্পাঞ্চলের মানুষ। ভোটের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। কটাক্ষ বিরোধীদের। তবে একথা মানতে নারাজ শাসকদলের নেতারা। ১০ থেকে ১৫ টাকায় মেলে নিরামিষ খাবার এবং ২০ টাকায় করা যায় মাছ-মাংস অথবা ডিম দিয়ে মধ্যাহ্নভোজ। এর আগে বিভিন্ন জায়গায় ক্যান্টিন শুরু করেছে বামেরা। সেই পথে পা দিয়েছে শাসকদলও।
Continues below advertisement
Tags :
Belgachia Salkia Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Cheap Canteen Howrah Abp Ananda