'করোনার ভয়ে পড়ুয়াদের রাজ্যেই পড়াশোনা!' 'আজব তত্ত্ব' উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির, মানছেন না শিক্ষামহলের একাংশ
Continues below advertisement
"করোনা আবহে বাইরে না গিয়ে রাজ্যেই সবাই পড়াশোনা করছেন।" কলেজে ভর্তি-সঙ্কট নিয়ে আজব 'তত্ত্ব' উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির। মানতে নারাজ শিক্ষামহলের একাংশ। প্রশ্ন উঠছে, এবছর জেইই মেইনে রাজ্য থেকে আবেদন করেছিলেন প্রায় ৩৭ হাজার পড়ুয়া, নিটে আবেদন করেছিলেন প্রায় ৭৮ হাজার। তারপরও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কী করে একথা বলে? মূল্যায়ন পদ্ধতিই সঙ্কটের মূলে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
Continues below advertisement