ময়দান ছেড়ে পালাচ্ছি না, রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই, জানালেন লক্ষ্মীরতন শুক্ল

Continues below advertisement
‘রাজনীতি থেকে আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের সবাইকে ধন্যবাদ। এখনও বিধায়ক পদ ছাড়িনি, রাস্তায় বেরবো। ক্রীড়াবিদ হিসেবেই আমার সবথেকে বড় পরিচয়। ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাব। বিধায়ক পদে পূর্ণ সময় থাকব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়াবিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই। রাজনীতি থেকে আপাতত সরছি। কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না। রাজনীতি ছাড়াও জনগণের সেবা করা যায়। আমি ময়দান ছেড়ে পালাচ্ছি না। হিংসা-প্রতিহিংসার রাজনীতিকে সমর্থন করি না। সৌরভের সঙ্গে এক সময় একসঙ্গে কাটিয়েছি। বহু ম্যাচ একসঙ্গে খেলেছি, সৌরভ খুব বড় নেতা। বাংলার ক্রিকেটের স্বার্থে সব করতে প্রস্তুত। ময়দানে যে ভাল খেলে সেই জেতে। রাজনৈতিক দল ভোটে জেতে কাজের জন্য। সব রাজনৈতিক দলের জন্যই শুভেচ্ছা রইল।’ সাংবাদিক বৈঠকে বললেন লক্ষ্মীরতন শুক্ল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram