'ভারতীয় কাউকে পশ্চিমবঙ্গে বহিরাগত বলা হলে আমার অন্তর কাঁদে', তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে বললেন রাজ্যপাল

Continues below advertisement
আজ তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। বললেন তিনি চান বাংলায় শান্তির পরিবেশ ফিরুক। ভোট হোক অবাধ এবং শান্তিপূর্ণ। তিনি বলেন, 'আমি কামনা করি ২০২১ পশ্চিমবঙ্গের জন্য সুখকর, শান্তিময় হয়ে উঠুক। রক্তরঞ্জিত যেন না হয়। হিংসা যেন না হয়। মানুষে যেন ভয়হীন ভাবে ভোট দিতে পারে। আমার তখন খুব দুঃখ হয়, যখন ভারতের নাগরিকদেরই পশ্চিমবঙ্গে কয়েকজন মানুষ সংবিধানের জলাঞ্জলি দিয়ে বহিরাগত বলেন।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram