'তৃণমূল কয়লা-গরু চুরি করে জানতাম, ঘরের মা লক্ষ্মীকে চুরি করবে ভাবিনি,' স্ত্রীর দলত্যাগে আবেগপ্রবণ Soumitra Khan

Continues below advertisement
অমিত শাহের (Amit Shah)-এর কলকাতা ছাড়ার এক দিনের মধ্যেই পদ্ম শিবিরে পাল্টা আঘাত তৃণমূল কংগ্রেসের (TMC)। এবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)-এর সুজাতা মণ্ডল খাঁ। এই বিষয়ে  সৌমিত্র খাঁ বলেন, 'তৃণমূল কংগ্রেস চুরি করত জানি, কয়লা চুরি করত, গরু চুরি করত, মেধা চুরি করত জানতাম কিন্তু ঘরের মা লক্ষ্মীকে চুরি করে নিয়ে যাবে এটা ভাবিনি। কারণ সুজাতা আমার কাছে ছিল মা লক্ষ্মীর মতো। হ্যাঁ ঝগড়া হত। কতবার ঝগড়া করেছি। কিন্তু তৃণমূল কংগ্রেস যে নিজের মা লক্ষ্মীকে চুরি করে নিয়ে যাবে সেটা কোনও দিন আশা করিনি। রাজনীতি রাজনীতির মতো করুক। আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন। আমার বিজেপির প্রতি আরও দায়বদ্ধতা আরও বেড়ে গেল।' আর কী বললেন তিনি শুনুন সরাসরি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram