'Mamata Banerjee-র মতো মানুষকে ছেড়ে আসার জন্য ভীষণ খারাপ লাগছে', BJP-তে যোগ দিয়েও মমতার প্রশংসা Prabir Ghoshal-এর মুখে

Continues below advertisement
আজ হাওড়ার ডুমুরজলায় রয়েছে বিজেপির (BJP) যোগদান মেলা। সেখানে উপস্থিত হয়েছেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষালরা (Prabir Ghoshal)।  এবিপি আনন্দের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীর ঘোষাল বলেন, "২০১৯-এ লোকসভা নির্বাচনে দলে বিপর্যয়ের পর অনেকগুলি প্রশ্ন তুলেছিলাম। বিশেষ করে দলের মধ্যে একটা শুদ্ধিকরণের কথা বলেছিলাম। নতুন মুখদের সামনে আনার কথা বলেছিলাম। কিন্তু সেসব কথা শোনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আমার কিছু বলার নেই। উনি ৪২ বছরে আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। ওঁনার জন্য় আমার ভীষণ খারাপ লাগছে কারণ এইরকম একটা মানুষকে ছাড়তে হল। কিন্তু কোনও উপায় ছিল না। উন্নয়নের কাজগুলির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) আন্তরিক। প্রায় ৬০টি প্রকল্প তিনি সাধারণ মানুষের জন্য়, গরীব মানুষের জন্য তিনি করেছেন কিন্তু সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। প্রশাসনিক ত্রুটি বিচ্যুতি, দুর্নীতির কোনও সুরাহা হয়নি।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram