''যমের দুয়ারে সরকার'' দিলীপের হাজিরায় তাঁর সুরেই তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

Continues below advertisement
দলবদলের পর, আজ প্রথম বিজেপির হয়ে জনসভা শুভেন্দু অধিকারীর। পূর্ব বর্ধমানের দুটি জায়গায় আজ বিজেপির জনসভা ও যোগদান কর্মসূচি। পূর্বস্থলীর জনসভায় একই মঞ্চে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পূর্বস্থলীয় সভায় শুভেন্দু অধিকারী বলেন, 'আমি একজন সাধারণ ভোটার। আমার অধিকার আছে অন্য দলের সদস্যপদ গ্রহণ করার। এটা আমার নৈতিক অধিকার। আমাকে যাঁরা 'বিশ্বাসঘাতক', 'মীরজাফর' বলছেন তাঁদেরকে আমি বলতে চাই ১৯৯৮-তে বিজেপি আশ্রয় না দিলে তৃণমূল উঠে যেত। শুভেন্দু বললেন, ‘সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি। রাস্তায় রাস্তায় তোলাবাজি বন্ধ হবে। অমিত শাহ টাইট দেওয়ায় গরুপাচার-কয়লাপাচার বন্ধ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হয়ে যাবে। দুয়ারে সরকার নয়, যমের দুয়ারে সরকার। কৃষকরা যদি ৬০০০ করে পেতে চান, তাহলে বিজেপি সরকার চাই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram