Jagaddhatri Puja: করোনা আবহে বন্ধ আলোর শোভাযাত্রা, তারই মধ্যে চন্দননগরে চলছে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন

Continues below advertisement
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। চন্দননগরে চলছে বিসর্জন। করোনা আবহে আলোর শোভাযাত্রা বন্ধ থাকলেও বিশাল প্রতিমা নিয়ে শোভাযাত্রা এবার অন্যতম আকর্ষণ। স্বাস্থ্য বিধি মেনে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন চলছে। সংক্রমণ এড়াতে দু’ দিন ধরে প্রতিমা নিরঞ্জন হবে। বিসর্জনের জন্য দুটি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। চন্দননগর তেমাথা সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোর এবার ৭৬ বছর। এখানকার প্রতিমার উচ্চতা সবথেকে বেশি বলে উদ্যোক্তাদের দাবি। মাকে রানি মা বলে ডাকা হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram