নামেই বাদশাহি রোড! উত্তর ও দক্ষিণবঙ্গ সংযোগকারী এই সড়ক লজ্জা দেবে অজ গাঁয়ের রাস্তাকেও...

Continues below advertisement
নামেই বাদশাহি রোড! লজ্জা দেবে অজ গাঁয়ের রাস্তাকেও। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী এই রাস্তার পূর্ব বর্ধমান ও বীরভূম অংশের প্রায় ৪০ কিলোমিটার বেহাল। রাস্তা সারানোর দাবি চালক ও যাত্রীদের। পূর্ত দফতরের দাবি দ্রুত কাজ শুরু হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram