রীতি মেনে সমাধিস্থ রাজেশ, নদী পাড়ে অন্ত্যেষ্টি বিপুলের, শেষকৃত্য সম্পন্ন নিহত ২ বাঙালি জওয়ানের
Continues below advertisement
লাদাখে চিনা সেনার হামলায় মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের বিপুল রায় এবং বীরভূমের রাজেশ ওরাং-এর। আজ নিহত দুই বাঙালি জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হল। কফিনবন্দি রাজেশকে নিয়ে পানাগড় থেকে তাঁর মহম্মদবাজারের বাড়িতে যায় সেনাবাহিনী। বাড়ির অদূরে একটি মঞ্চে রাখা হয় কফিন। রাজ্য সরকারের শহিদ বেদিতে, গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় রাজেশকে। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয়। রীতি মেনে সমাধিস্থ করা হয় রাজেশকে।
আরেক নিহত জওয়ান বিপুল রায়ের মৃতদেহ বায়ুসেনার বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারা সেনাঘাঁটিতে আনা হয়। সেখানে শ্রদ্ধা জানানো হয় সেনাবাহিনীর তরফে। এরপর কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় শামুকতলার বিন্দিপাড়ার বাড়িতে। শেষশ্রদ্ধা জানান পরিজন ও গ্রামবাসীরা। এরপর রাজ্য সরকারের শহিদ বেদিতে, গান স্যালুটে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় বীর জওয়ানকে। গদাধর নদীর পাড়ে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় বিপুলের।
আরেক নিহত জওয়ান বিপুল রায়ের মৃতদেহ বায়ুসেনার বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারা সেনাঘাঁটিতে আনা হয়। সেখানে শ্রদ্ধা জানানো হয় সেনাবাহিনীর তরফে। এরপর কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় শামুকতলার বিন্দিপাড়ার বাড়িতে। শেষশ্রদ্ধা জানান পরিজন ও গ্রামবাসীরা। এরপর রাজ্য সরকারের শহিদ বেদিতে, গান স্যালুটে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় বীর জওয়ানকে। গদাধর নদীর পাড়ে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় বিপুলের।
Continues below advertisement
Tags :
India China War Border Bipul Roy Rajesh Orang Gun Salute Indo-China Conflict India China Alipurduar Abp Ananda Birbhum