সাংবাদিকদের নিয়ে ঠিক কী বলেছেন মহুয়া মৈত্র! দেখে নিন তাঁর মন্তব্য ও মনোভাবের সমালোচনায় কী বলছেন বিশিষ্টরা!
ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও ট্যুইট করে দাবি করা হয়েছে, সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া। এর তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। যদিও, তৃণমূল সাংসদ নিজের বক্তব্যে অনড়।
বিবৃতি জারি করে প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে, "কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত ও অপমানজনক। আশা করি সাংসদ তাঁর মন্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করবেন।" এরপর আজ ফের মহুয়া ট্যুইট করেন, "আমার বিরুদ্ধে বক্তব্য পেশ করে সময় নষ্ট করার আগে, প্রেসক্লাবের উচিত তাদের সদস্যরা কতটা নিম্নমানের সেটা দেখার।'
আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে বিদ্বজ্জন মহলে। প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ বলেন, 'এই ঘটনা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক ও প্রতিবাদযোগ্য।' নিন্দা করেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর থেকে শুরু করে অভিনেতা রুদ্রনীল ঘোষ, নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।