আন্দোলন করে উঠে এসেছি, সঙ্গে TMC-র রাজনীতির ধরণও জানি, হামলার জবাব দেখবেন বাংলার মানুষ ব্যালটে দেবে, এবিপি আনন্দকে জানালেন JP Nadda

Continues below advertisement
মাস খানেক আগে ডায়মন্ডহারবার যাওয়ার পথে হামলার মুখে পড়েন জে পি নাড্ডা (J P Nadda)। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া (Katwa) ও বর্ধমান শহরে তাঁর জোড়া কর্মসূচি শেষ হয়েছে নির্বিঘ্নে। শনিবার বিকেলে বর্ধমান ক্লক টাওয়ার থেকে কার্যন গেট পর্যন্ত রোড শোয়ে অংশ নেন নাড্ডা। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), স্বপন দাশগুপ্ত  অন্যান্য বিজেপি (BJP) নেতারা। বর্ধমান শহরের প্রাণ কেন্দ্রের রোড শো থেকে এদিন তৃণমূলকে (TMC) উৎখাত করার ডাক দেন নাড্ডা। জি টি রোড ধরে চলা মিছিলের যাত্রাপথে ছিল নাড্ডার কাটআউট ও বিজেপির পতাকা। ছিল মানুষের ভিড়। যে পথে এদিন নাড্ডা রোড শো করেন তা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ভিড়ের বহর থেকে নাড্ডা এদিন দাবি করেন, পরিবর্তনের পরিবর্তন হবে বাংলায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram