J P Nadda's Bengal Visit: আজ রাজ্যে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা J P Nadda র

আজ রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন তিনি।  দুপুরে খাবেন কৃষক পরিবারে। বর্ধমানে করবেন রোড শো। জে পি নাড্ডার কর্মসূচি উপলক্ষ্যে পদ্ম-পতাকায় ছয়লাপ বর্ধমান শহর। রাস্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতির বড় বড় কাটআউট। চারদিকে ফ্লেক্স-ফেস্টুন লাগানো হয়েছে। এরইমধ্যে কাটোয়াজুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola