Jagadhatri Puja 2020: ভিলেন করোনায় জনসমাগমে ভাটা চন্দননগর থেকে কৃষ্ণনগরে
Continues below advertisement
চন্দননগরের চারমন্দির তলা, Krishnanagar-এর ছোট মা’র পুজো ও বেলুড়ের সারদা পীঠে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। Chandannagar-এ ১০৮ প্রদীপ জ্বালিয়ে হয়েছে মায়ের আরাধনা। প্রতিটি জায়গায় ভক্তি ও নিষ্ঠাভরে হচ্ছে পুজো। পুজোর নিয়মে নেই কোনও হেরফের, তবে করোনা বিধি মেনে এবার জনসমাগমে পড়েছে ভাটা। কোথাও কোথাও নিয়ম মেনে হয়েছে পুষ্পাঞ্জলি, কুমারী পুজো।
Continues below advertisement
Tags :
Mankundu করোনা পাশবালিশ ABP Ananda ‘ ABP Ananda LIVE Sarada Pith Jagadhatri Puja 2020 Chandannagar Belur Math Abp Ananda