Jay Prakash Majumdar: 'পুলিশমন্ত্রী হিসেবে বিজেপির মিছিলে হামলার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই', দাবি জয়প্রকাশের

Continues below advertisement
সোমবার দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) মিছিলে ইটবৃষ্টি। বিজেপি কর্মীদের অভিযোগ, টালিগঞ্জ থেকে মিছিল শুরু হওরা পর দেশপ্রাণ শাসমল রোডের কাছে আসতেই মিছিলের দিকে একের পর এক ইট উড়ে আসতে শুরু করে। যারা ইট ছুঁড়ছিল প্রত্যেকের হাতে তৃণমূলের পতাকা ছিল। মিছিলের দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়। এর পরেই উত্তেজিত বিজেপি কর্মীরা মিছিল ছেড়ে গিয়ে তৃণমূল কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এই নিয়ে বিজেপি (BJP) নেতা Jayprakash Majumder বলেন, 'তৃণমূল কংগ্রেস যে কোণঠাসা হয়ে গেছে তারই প্রতিফলন এই কাপুরুষিত আক্রমণ। বিরোধী দলরা মিটিং-মিছিল করবে। বিরোধীদের উপর এই আক্রমণ নিন্দাজনক ও ঘৃণ্য। এর দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী হিসেবে। জঙ্গলরাজের পরিচয় আরও একবার দিল তৃণমূলের গুন্ডারা।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram