West Bengal Elections 2021: 'সংশয় আছে বলেই নিজের জেতার জায়গা খুঁজে বার করলেন', নন্দীগ্রাম থেকে মমতার ভোটে লড়ার ঘোষণাকে কটাক্ষ সুজনের

Continues below advertisement
একুশে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) 'এত তাড়াতাড়ি মেনে নিলেন কেন? আর এত তাড়াতাড়ি ঘোষণা করলেন কেন? ভবানীপুর যেখানে উনি দাঁড়াতেন সেখানে উনি দাঁড়াতে পারছেন না। ভবানীপুরে উনি জিতবেন না অথচ ২৯৪ আসনের প্রার্থী থাকবেন, ২৯৪ আসনে কাকে কোথায় দিতে জিতবেন সেটা উনি হিসেব করতে পারলেন না, যেহেতু জেতা নিয়ে সংশয় আছে তাই নিজে কোথায় জিতবেন সেটা আগে খুঁজে বার করলেন, এটা একটা স্বপরাজয়ের লক্ষ্মণ। এর মাধ্যমে বিজেপিকে ইঙ্গিত দেওয়া হল যে, উনি হারছেন আর উনি বিজেপির পিছনে রয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ জানে বিজেপি BJP ও TMC-কে পরাস্ত করতে হবে। ওখানকার বাকি নেতাদের দাঁড় করালেন না কেন মমতা?'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram