'দেশের সংবিধান, আইন ভাঙার প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী', জাতীয় সড়কের কাজ নিয়ে মমতার মন্তব্যের পাল্টা জয়প্রকাশ

Continues below advertisement
৬০ নম্বর জাতীয় সড়কের কাজ না হলে ঘেরাও করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই বিষয় বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদার (JJay Prakash Majumdar) বলেন, 'আমার মাননীয়াকে প্রশ্ন, তিনি কেন্দ্রের সঙ্গে আর কত ঝগড়া করবেন? এবার তো আপনি কেন্দ্র বিরোধী গৃহযুদ্ধ বাধাতে চাইছেন। মাননীয় কোন দিন বলবেন, কেন্দ্রের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় বেরিয়ে যেতে। উনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর অন্যদিকে বলছেন, সকলকে রাস্তায় নেমে ঘেরাও করতে। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আন্দোলন করতে বলছেন। এর আগে কোনও মুখ্যমন্ত্রী দেশের সংবিধান, নিয়ম কানুন, আইন ব্যবস্থা ভাঙার জন্য এভাবে প্ররোচনা দিয়েছেন? ওঁনার কোনও অধিকার নেই এই কথা বলার।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram