‘জিতেন্দ্র তিওয়ারি নয় আগে কথা বলেননি, আমার কটা চিঠির উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম?', প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়র

Continues below advertisement

বঞ্চনার অভিযোগে নিজের দলের সরকারের বিরুদ্ধেই সরব আসানসোল পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই প্রসঙ্গে আসানসোলের বিজেপি সংসদ তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, "ফিরহাদ হাকিম সেই তৃণমূলী যিনি নিজেই স্বীকার করেছিলেন যে তাদের দলের মধ্যে আলোচনার কোনও জায়গা নেই। বাবুল সুপ্রিয় অনেক চিঠি দিয়েছেন, একটারও উত্তর তিনি দিয়েছেন? যদি পেয়ে থাকেন, আমি অনুরোধ করব একটা চিঠিকে অন্তত সামনে আনতে", জিতেন্দ্র তিওয়ারির চিঠি নিয়ে ফিরহাদের মন্তব্য প্রসঙ্গে বললেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার চিঠির উত্তর দেননি। টাকাগুলো গেল কোথায়? আসানসোলকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড়ো বড়ো ছবি ছাড়া আর কোনও কাজ হয় না। কেন্দ্রের টাকা  কিছু নয়, সব মানুষের টাকা। প্রতিটি রাজ্য হিসেবে কেন্দ্রকে পাঠায়, একমাত্র পশ্চিমবঙ্গ কোনও হিসেবে দেয় না কেন্দ্রকে। সাহস করে যে জিতেন্দ্র তিওয়ারি এই কথাগুলি বলেছেন, তার জন্য আমি ওঁকে ধন্যবাদ জানাব", জানালেন বাবুল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram