JP Nadda Road Show: 'নারীনির্যাতনে প্রথম সারিতে, কৃষকরা দাম পান না, মমতাজির লজ্জা হওয়া উচিত', আক্রমণ নাড্ডার

Continues below advertisement
আজ বর্ধমানে জেপি নাড্ডা জনসভা করে বলেন, "যতটা আতঙ্ক ছড়ানোর ছড়ান, যা অপরাধমূলক কাজ করার করুন, বিজেপির লোকেরা সামনে আসবে এবং এইসব দুষ্কর্ম বন্ধ করবে। আপনি বাংলাকে কোথায় নিয়ে গেছেন? বাংলা মহিলা নির্যাতনে প্রথম সারিতে, কৃষকরা ফসলের দাম পান না। মমতাজির লজ্জা পাওয়া উচিত।" অন্যদিকে আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি ব্যারাকপুরের কমিশনরাটের কাজ নিয়ে সুর চড়ান।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram