JP Nadda Road Show: 'আর নয় অন্যায়' হোর্ডিং লাগানো বর্ধমানে রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার

Continues below advertisement
বর্ধমানে ঘড়ির মোড় থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করছেন জেপি নাড্ডা। 'আর নয় অন্যায়' কর্মসূচির ব্যানারে চলছে এই রোড শো। তারপর তিনি পুজো দেবেন সর্বমঙ্গলা মন্দিরে। তাঁর সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ও অন্য বিজেপি নেতারা। রোড শো থেকে জয় শ্রী রাম, ভারত মাতা কী জয় স্লোগান ওঠে। কড়া নিরাপত্তার মধ্যে এগোচ্ছে মিছিল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram