JP Nadda's Bengal Visit: ১০০ মিটার পায়ে হেঁটে মন্দিরে ঢোকেন নাড্ডা, উপস্থিত BJP কর্মী-সমর্থকরা

Continues below advertisement
বুধবার সন্ধ্যা ৫টা ৩০ নাগাদ কালীঘাট মন্দিরে প্রবেশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি JP Nadda। তাঁকে সঙ্গত দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। ঠিক হয়েছিল, মন্দির চত্বরে তাঁর গাড়ি ঢুকবে। কিন্তু মূল মন্দিরের প্রায় ১০০ মিটার দূরে গাড়ি থেকে নামেন তিনি। এরপর হেঁটে পৌঁছন মন্দির। ঘোষিত সময়ের প্রায় ৪০-৪৫ মিনিট দেরিতে Kalighat Temple পৌঁছন নাড্ডা। এখানে পুজো দিয়ে চলে যাবেন ICCR দলীয় কর্মসূচিতে। এদিন মন্দির চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ২৫ মিনিট মতো মন্দিরে থাকবেন নাড্ডা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram