JP Nadda’s Convoy attack: ২০২১-এর বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে জিতবে বিজেপি, কেউ আটকাতে পারবে না, দাবি লকেটের

Continues below advertisement
বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ। ডায়মন্ড হারবার যাওয়ার পথে ধুন্ধুমার। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে। উড়ন্ত বোতলের ঘায়ে দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে আহত এক নিরাপত্তাকর্মী। ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাওয়ার পথে আজ সকালে শিরাকোলে তৃণমূলের অবরোধে আটকে পড়ে নাড্ডার কনভয়। কনভয়ের বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির।  কয়েকটি গাড়ির কাচ ভাঙে। সরিষার কাছে ভাঙচুর চলে যাত্রীবাসেও। বিজেপি নেতা রাকেশ সিংহের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে। অভিযোগ, রাকেশ সিংহের দলবলের ওপর হামলা হয়।
এই ঘটনা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে জিতবে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। উচ্চ-পর্যায়ের তদন্ত হবে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram