Junior Mridha : মৃধার মৃত্যুর পর তাঁর ফোন থেকেই প্রিয়ঙ্কাকে ফোন, 'ছেলেটি মারা গেছে', কে সে
Continues below advertisement
জুনিয়র মৃধা (Junior Mridha) খুনের তদন্তে নিহতের মায়ের সামনে বসিয়ে, ধৃত প্রিয়ঙ্কা চৌধুরীকে (Priyanka Chowdhury) সাড়ে চার ঘণ্টা জেরা করল সিবিআই (CBI)। খুনের কথা স্বীকার করেননি প্রিয়ঙ্কা, দাবি জুনিয়রের মায়ের। ঘটনার দিন রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কে ফোন করেছিলেন প্রিয়ঙ্কাকে? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। ১২ জুলাই ২০১১ রাত ১০টা ৪৫। সিবিআই-এর (CBI) দাবি, জুনিয়র মৃধার মোবাইল ফোন থেকে প্রিয়ঙ্কা চৌধুরীকে কল করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে করা ওই ফোনে বলা ছেলেটি মারা গেছে। বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ওর মৃতদেহ রাখা আছে।
Continues below advertisement
Tags :
Priyanka Chowdhury Jr. Mridha Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda Murder