K.D.Singh Arrested: বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার করেছেন ধৃত কে সিংহ, অনুমান তদন্তকারীদের

বিধানসভা ভোটের আগে চিটফাণ্ড কাণ্ডে নতুন মোড়। এবার ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহ (K.D.Singh)। অ্যালকেমিস্ট কর্তা তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংহের বিরুদ্ধে ১৫০-২০০ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ। ইডি সূত্রে দাবি, মঙ্গলবার কে ডি সিংহকে ৫ ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয়েছিল। বুধবার ফের একবার তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা সূত্রে দাবি, প্রাক্তন সাংসদ অনেক তথ্য গোপন করছেন। বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর তিনি দেননি। সেই কারণেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত কে ডি সিংহকে ১৬ জানুয়ারি পর্যন্ত হেফাজতে পাঠিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola