ABP News

K.D.Singh Arrested: কে ডি সিংহ অনেকদিন তৃণমূলের সঙ্গে নেই, দাবি সৌগত রায়ের

Continues below advertisement
বেআইনি আর্থিক লেনদেন মামলায় ED-র হাতে গ্রেফতার হলেন কে ডি সিংহ। "ED কেন্দ্রীয় সরকারের অর্থ দফতরের অধীন একটি সংস্থা। তাদের কাজ পিএমএল আইন (Prevention of Money Laundering Act) দেখা। আমার মনে হয় পিএমএল আইনে কে ডি সিংহের কোনও দোষ খুঁজে পেয়েছে। তবে কে ডি সিংহ অনেকদিন তৃণমূলের সঙ্গে নেই। এখন উনি সাংসদও নন। তাই ওকে নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই", প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram