পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে? রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা, বুধবার হাইকোর্টে শুনানি
Continues below advertisement
পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে? হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানাতে বলল হাইকোর্ট। পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকার অনুদানের সিদ্ধান্ত নিয়ে আগামী বুধবার হাইকোর্টে শুনানি। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দুটি মামলাই করেছেন এক সিটু নেতা। পুরোহিতদের ভাতা ও দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান- সেপ্টেম্বর মাসে দুটি ঘোষণাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এই দুটি সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তার শুনানি ছিল। শুক্রবার পুরোহিতদের ভাতা সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছে, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা বুধবারের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে। গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জানান, সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের অক্টোবর মাস থেকে ভাতা দেবে রাজ্য সরকার।
Continues below advertisement
Tags :
SITU Leader Puja Allowance Priest Allowance ABP Ananda LIVE Calcutta High Court Abp Ananda Mamata Banerjee