৪ টাকা থেকে ৬ -৭ টাকা, কলকাতায় অগ্নিমূল্য ডিম! মধ্যবিত্তের কপালে ভাঁজ
Continues below advertisement
৫ মাসে ৩ টাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। কপালে ভাঁজ সাধারণ মানুষের। যোগান কম, তাই দামবৃদ্ধি। বলছেন পাইকারি ডিম বিক্রেতাদের একাংশ।
মহামারীর আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ডিমের মতো, সুষম আহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু, দাম যেভাবে চড়চড়িয়ে বাড়ছে, তাতে ডিম কিনতে গিয়ে দু’বার ভাবতে হচ্ছে অনেককেই।
তখন কলকাতার খুচরো বাজারে পোলট্রির মুরগির প্রতি পিস ডিমের দাম ছিল ৪ টাকা।
কিন্তু, এখন ডিমের দাম বেড়ে হয়েছে সাড়ে ৬ টাকা থেকে ৭ টাকা।
Continues below advertisement