আজ জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে পালপাড়া সর্বজনীনে চলছে কুমারী পুজো
Continues below advertisement
দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বান। চন্দননগরে দুর্গাপুজোর মতে ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। ৭৭ বছরে পা দিল চন্দননগর পালপাড়া সর্বজনীনের জগদ্ধাত্রী পুজো। অষ্টমীর সকালে এখানে কুমারী পুজোও হয়। করোনা আবহে এবারের থিম পাড়ার পুজো। সংক্রমণ এড়াতে ত্রিস্তরীয় মণ্ডপ তৈরি হয়েছে। ঘরে বসে পুজোর আনন্দ উপভোগ করার আবেদন জানিয়েছে এই পুজো কমিটি। প্রতিমার ডাকের সাজ।
Continues below advertisement
Tags :
Palpara Sarbajonin Chandannagar ABP Ananda করোনা পাশবালিশ ABP Ananda ‘ Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bengali News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital