'আপাতত রাজনীতি ছাড়ছি', Laxmi Ratan Shukla-র চিঠির এই লাইনই বাড়িয়ে দিচ্ছে জল্পনা

Continues below advertisement
মন্ত্রীত্ব এবং জেলা সভাপতির দায়িত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাঠানো তাঁর চিঠির শুরুতেই এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠিতে লক্ষ্মীরতন শুক্ল লিখেছেন, 'I am leaving politics for now', অর্থাৎ তিনি আপাতত রাজনীতি ছাড়ছেন। পরে যে ফের রাজনীতি শুরু করবেন না, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা বজায় রাখলেন লক্ষ্মীরতন। আর এর ফলেই প্রশ্ন জোরাল হয়েছে, তাহলে কি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো তৃণমূলের (TMC) আরও এক মন্ত্রীও আগামীদিনে বিজেপিতে যোগ দিতে পারেন?
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram