ডানদিকের পাঁজরের নীচ দিয়ে ঢুকে যায় ছুঁচলো বাঁশ, এসএসকেএম হাসপাতালে জটিল অস্ত্রোপচারে প্রাণে বাঁচল মালদার নাবালক

Continues below advertisement
এসএসকেএম হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের ৬ সদস্যের চিকিৎসক দলের সহায়তায় প্রাণে বাঁচল মালদার নাবালক। জানা গেছে, বৃহস্পতিবার বাড়ির পাশে খেলার সময় তাঁর ডানদিকের পাঁজরের নীচ দিয়ে ঢুকে যায় একটি ছুঁচলো বাঁশ। ক্ষতিগ্রস্ত হয় কিশোরের লিভার, অন্ত্র। তবে বাঁশটি ফুসফুসের ডায়াফ্রামে আটকে গেলে একটুর জন্য রেহাই পায় তাঁর ফুসফুস। আশঙ্কাজনক অবস্থায় গতকাল সকালে নাবালককে ভর্তি করা হয় এসএসকেএমে। গতকাল রাতেই জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করেন ট্রমা কেয়ারের সার্জারি বিভাগের ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। হাসপাতাল সূত্রে খবর, আজ সকাল পর্যন্ত কিশোর ভেন্টিলেটর সহায়তায় থাকলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram