উধাও সামাজিক দূরত্ববিধি, মল্লিকপুর স্টেশনে পুলিশের সঙ্গে জনতার উত্তপ্ত বাক্য বিনিময়
Continues below advertisement
গতকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ট্রেন থেকে টিকিট কাউন্টার, প্রথম দিনে থিকথিকে ভিড় দেখা গিয়েছে সর্বত্রই। তাই পরিষেবা শুরুর দিন থেকেই অতিরিক্ত ট্রেনের দাবি জানিয়েছেন যাত্রীরা।
লোকাল ট্রেন পরিষেবা চালুর দ্বিতীয় দিনেও চিত্রটা অনেকটাই একইরকম। বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে শ্রীরামপুরগামী ট্রেনে দূরত্ব বিধি মানা হলেও মল্লিকপুর স্টেশনে টিকিট কাউন্টারে থিকথিকে ভিড়।
মল্লিকপুরে শিয়ালদাগামী ট্রেনে ওঠার জন্য টিকিটের লম্বা লাইন পড়ে সাধারণ যাত্রীদের। যে ভিড়ের চাপে কার্যত বুড়ো আঙুল সামাজিক দূরত্ববিধিতে। যাত্রীদের অভিযোগ, দুটি মাত্র কাউন্টার খোলা থাকার কারণে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। স্বভাবতই ধৈর্য্যের বাঁধ মাঝে মধ্যেই ভেঙেছে যাত্রীদের।
ভিড় সামলাতে মোতায়েন পুলিশের সঙ্গে যাত্রীদের মাঝেমধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়ও চলেছে।
কাটোয়া স্টেশনেও বুধবারের থেকে আজ সকালে বেশি যাত্রী দেখা গিয়েছে। তবে দূরত্ববিধি মেনে চলাচল বজায় রয়েছে সেখানে। সকালের দিকে শিয়ালদহ ও হাওড়াগামী ট্রেনে বেশ ভিড় চোখে পড়েছে। আপাতত সকলেই তাকিয়ে আজকের রেল-রাজ্য বৈঠকের দিকে।
লোকাল ট্রেন পরিষেবা চালুর দ্বিতীয় দিনেও চিত্রটা অনেকটাই একইরকম। বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে শ্রীরামপুরগামী ট্রেনে দূরত্ব বিধি মানা হলেও মল্লিকপুর স্টেশনে টিকিট কাউন্টারে থিকথিকে ভিড়।
মল্লিকপুরে শিয়ালদাগামী ট্রেনে ওঠার জন্য টিকিটের লম্বা লাইন পড়ে সাধারণ যাত্রীদের। যে ভিড়ের চাপে কার্যত বুড়ো আঙুল সামাজিক দূরত্ববিধিতে। যাত্রীদের অভিযোগ, দুটি মাত্র কাউন্টার খোলা থাকার কারণে টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। স্বভাবতই ধৈর্য্যের বাঁধ মাঝে মধ্যেই ভেঙেছে যাত্রীদের।
ভিড় সামলাতে মোতায়েন পুলিশের সঙ্গে যাত্রীদের মাঝেমধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়ও চলেছে।
কাটোয়া স্টেশনেও বুধবারের থেকে আজ সকালে বেশি যাত্রী দেখা গিয়েছে। তবে দূরত্ববিধি মেনে চলাচল বজায় রয়েছে সেখানে। সকালের দিকে শিয়ালদহ ও হাওড়াগামী ট্রেনে বেশ ভিড় চোখে পড়েছে। আপাতত সকলেই তাকিয়ে আজকের রেল-রাজ্য বৈঠকের দিকে।
Continues below advertisement