বাঁচছে সময়, কমছে খরচ, লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিত্যযাত্রীদের
Continues below advertisement
প্রায় সাড়ে সাত মাস পরে চাকা গড়িয়েছে লোকাল ট্রেনের। সামাজিক দূরত্ববিধি বিভিন্ন জায়গায় ভঙ্গ হলেও পরিষেবা চালু হওয়াতে স্বস্তি ফিরে পেয়েছেন লক্ষ লক্ষ সাধারণ যাত্রী।
ভিড় বাস ছেড়ে লোকাল ট্রেনে যাত্রাকে প্রায় সবাই স্বাগত জানিয়েছেন। বাস ছাড়াও এতদিন কাজের যায়গায় পৌঁছতে অটো অথবা ট্যাক্সির উপরেই ভরসা রাখতে হচ্ছিল সাধারণ মানুষকে। লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর, পকেটে চাপ অনেকটাই কমবে। প্রতিদিন যাতায়াতের খরচ এক ধাক্কায় কয়েক গুণ কমে যাবে।
লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় যাতায়াত খাতে ঝক্কির পাশাপাশি খরচের বাড়তি বোঝা চাপছিল অনেকের উপরই। করোনা আবহের মধ্যেই জীবিকার তাগিদে যাঁদের প্রতিদিন বেরোতে হচ্ছে, তাঁদের মুখে এখন তাই স্বস্তির হাসি।
ট্রেন সংখ্যা বাড়লে নিউ নর্ম্যালের সঙ্গে মানিয়ে নিয়ে জনজীবন ফের স্বাভাবিক ছন্দে ফেরানোর প্রত্যাশায় সকলে।
ভিড় বাস ছেড়ে লোকাল ট্রেনে যাত্রাকে প্রায় সবাই স্বাগত জানিয়েছেন। বাস ছাড়াও এতদিন কাজের যায়গায় পৌঁছতে অটো অথবা ট্যাক্সির উপরেই ভরসা রাখতে হচ্ছিল সাধারণ মানুষকে। লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর, পকেটে চাপ অনেকটাই কমবে। প্রতিদিন যাতায়াতের খরচ এক ধাক্কায় কয়েক গুণ কমে যাবে।
লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় যাতায়াত খাতে ঝক্কির পাশাপাশি খরচের বাড়তি বোঝা চাপছিল অনেকের উপরই। করোনা আবহের মধ্যেই জীবিকার তাগিদে যাঁদের প্রতিদিন বেরোতে হচ্ছে, তাঁদের মুখে এখন তাই স্বস্তির হাসি।
ট্রেন সংখ্যা বাড়লে নিউ নর্ম্যালের সঙ্গে মানিয়ে নিয়ে জনজীবন ফের স্বাভাবিক ছন্দে ফেরানোর প্রত্যাশায় সকলে।
Continues below advertisement
Tags :
Local Train Service Resume Eastern Zone South-Eastern Zone Local Train Service Resume In Bengal Local Trains ABP Ananda LIVE Abp Ananda