বৃহস্পতিবার ভোরে বারুইপুর লোকালের ছবিটা কেমন?
Continues below advertisement
আজ করোনা আবহে লোকাল ট্রেন চালু হওয়ার দ্বিতীয় দিন। সকালে বারুইপুর লোকালে ততটা ভিড়ও চোখে পড়ছে না। ট্রেনের কামরা মোটামুটিভাবে কম। সকালের দিকে যে যাত্রীরা যাচ্ছেন, তাঁদের মুখে রয়েছে মাস্ক। কিছু যাত্রীর মতে, ট্রেন চলা শুরু হওয়াতে খুব খুশি হয়েছে। কেউ আবার সাত মাস পর ট্রেন চালু হওয়াকে তুলনা করলেন অপু-দুর্গার অপেক্ষার সঙ্গে। আবার কারোর দাবি, এখানে যে হারে প্রতিদিন যে পরিমাণ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন, লোকাল ট্রেনের সংখ্যা না বাড়ালে দূরত্ববিধি মানা কোনওভাবেই সম্ভব নয়।
Continues below advertisement
Tags :
Baruipur Local Local Train Service Resume South-Eastern Zone Eastern Zone Local Train Service Resume In Bengal Local Trains ABP Ananda LIVE Abp Ananda