'কিচ্ছু করার নেই'...করোনা সতর্কতার কথা শুনেই স্পষ্ট জবাব রেল-যাত্রীদের
Continues below advertisement
নতুন লঞ্চ, ঝাঁ চকচকে ওয়েটিং রুম। লোকাল ট্রেন চালু হলে এক অন্য শিয়ালদা স্টেশন অপেক্ষা করছিল যাত্রীদের জন্য। কিন্তু গত দুদিন ধরে যে ছবি উঠে এসেছে, তা রীতিমতো উদ্বেগের। বুধবারের মতো বৃহস্পতিবারও স্টেশনে উধাও সামাজিক দুরত্ব। চেনা ভিড় টিকিট কাউন্টারের সামনে। ট্রেন বাড়াতে হবে, দাবি যাত্রীদের। হাওড়া স্টেশনেও সেই একই ভিড়ের ছবি। চোখে পড়ছে না সামাজিক দুরত্বের ছবি। সন্ধ্যাতেও ছবিটা বদলায়নি হাওড়াতে। তবে রেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল, তাতে কি কিছুটা হলেও বদলাবে স্টেশনের ছবিটা?
Continues below advertisement
Tags :
Local Trains In Bengal Eastern Railway Local Trains Local Train Service ABP Ananda LIVE State Government Abp Ananda