মালদা: হাসপাতাল চত্বরে যত্রতত্র ছড়িয়ে ব্যবহৃত পিপিই, আতঙ্কিত স্থানীয়রা
Continues below advertisement
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এখানে ওখানে পড়ে ব্যবহৃত পিপিই। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয়দের আশঙ্কা, এর থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ। ব্যবহৃত পিপিই যত্রতত্র পড়ে থাকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর সদস্যও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় প্রশাসন ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, সাধারণ মানুষ সচেতন হলেও, সচেতনতার অভাব রয়েছে প্রশাসনের।
Continues below advertisement