Mamata Banerjee at Nandigram: নন্দীগ্রাম আন্দোলন নিয়ে কারও জ্ঞান শুনব না, নাম না করে Suvendu কে আক্রমণ মমতার

Continues below advertisement
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রাম আন্দোলনের কথা বলেন। বলেন, "কোলাঘাটে বলেছিল পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবে। আপনাকে মারতে এসেছে, আপনি চলে আসুন। আমাকে বলেছিলেন, তৎকালীন রাজ্যপাল। ৪টি বাঁশ টপকে ঢুকেছিলাম কোলাঘাট গেস্ট হাউসে। নন্দীগ্রামে ঢোকার সব রাস্তা আটকে দিয়েছিল। আমি আনিসুরের বাইকে চড়ে গ্রামের ভিতরে দিয়ে তমলুকে এসেছিলাম। তখন কিন্তু আমি আর কাউকে দেখতে পাইনি। আমি তৃণমূল ভবনে বসে আছি, এখানে গুলি চলছে, আমার বুকটা ধড়াস ধড়াস করে উঠছে। তাই আমি কারও থেকে জ্ঞান নেব না নন্দীগ্রাম আন্দোলন কে করেছে, কারা করেছে।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram