Mamata Banerjee in Cooch Behar: ‘আমরা ভোট করার জন্য বাঙালি-রাজবংশী ভাগ করি না’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Continues below advertisement

"রাজবংশীদের যা যা দাবি ছিল, আমরা সব করেছি। আড়াইশো কোটি টাকার ওপর খরচ করে মেডিক্যাল কলেজ করেছি। কোচবিহার যাতে ভালো থাকে, সব করেছি। কৃষকদের খাজনা আমরা মকুব করে দিয়েছি। যারা খাজনা দিতে পারেননি, তাদের জন্য সময় বাড়ানো হয়েছে। বিনা পয়সায় রেশন দেওয়ায় হচ্ছে," কোচবিহারের সভা থেকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "বছরে ৫ লক্ষ টাকা করে সরকার আপনাদের দিচ্ছে। আমাদের 'দুয়ারে সরকার' থেকে কেউ বঞ্চিত হবেন না"। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram