Mamata Banerjee in Gopalnagar: 'আপনাদের প্রমাণপত্রের প্রয়োজন নেই,' বিজেপিকে নিশানা করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

বড়মার চিকিৎসা আমি নিজে করিয়েছি। মতুয়াদের যে এত গোঁসাই আসতেন কেউ জানত না। এটা আমার পুরনো জায়গা। আমরা বাউরি সম্প্রদায়ের জন্য করেছি। মতুয়া উন্নয়নে বোর্ড তৈরি করেছি। ১০ কোটি টাকাও দিয়ে দিয়েছি। কমিটি আপানারা তৈরি করলেই কাজ শুরু হবে। হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করা হবে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে। জন্মগতভাবে বাড়িতে একজন থাকলেই জাতিগত শংসাপত্র। মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। সিএএ করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দিয়েছি, অন্য সব কলোনিগুলিকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যে এনআরসি-এনপিআর করতে দেব না, বার্তা মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram