রাজ্যকে গ্রেটার বাংলাদেশ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, জয় বাংলা স্লোগান নিয়ে আক্রমণে দিলীপ ঘোষ, পাল্টা তৃণমূল

Continues below advertisement
জয় বাংলা স্লোগান নিয়ে এবার তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, রাজ্যকে গ্রেটার বাংলাদেশ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। যদিও জয় বাংলা স্লোগানে আপত্তির কিছু দেখছে না তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, এসব প্রচারের মাধ্যমে ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি।
ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তীতে জয় শ্রী রাম স্লোগান নিয়ে বিতর্কের পর এবার তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে টানাপোড়েন শুরু। নেপথ্যে বিজেপির রাজ্য সভাপতির ফেসবুক পোস্ট। দিলীপ ঘোষের ফেসবুক এবং ট্যুইটার অ্যাকাউন্টে এই পোস্টের কোলাজে বলা হয়েছে, জয় বাংলা ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান। যে স্লোগান শোনা যাচ্ছে, রাজ্যের শাসকদলের প্রধান নেত্রীর গলায়। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের ভোট-প্রচারে বাংলাদেশি অভিনেতা এবং তৃণমূল নেতার পুজোয় বাংলাদেশি ক্রিকেটারের আমন্ত্রণ প্রসঙ্গও।
জয় বাংলা স্লোগানে আপত্তির কিছুই দেখছে না তৃণমূল। দিলীপ ঘোষের পোস্ট নিয়ে পাল্টা আক্রমণাত্মক তারা।
অতীতে বঙ্গে নির্বাচনের আগে বারবার উঠে এসেছে বাংলাদেশ ও অনুপ্রবেশকারী প্রসঙ্গ। তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের উপস্থিতি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গতবার বেলেঘাটায় দুর্গাপুজোর অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী শাকিব আল হাসান। এই সব ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে বিজেপি।
পাল্টা তৃণমূলের অভিযোগ, ধর্মের নামে রাজনৈতিক ফায়দা তোলা বিজেপির বহু পুরনো স্বভাব।
১৯৭০ সালের ৭ মার্চ, ঢাকার রেসকোর্সে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জয় বাংলা স্লোগান তোলেন। পরবর্তীতে পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের মূল মন্ত্র হয়ে ওঠে জয় বাংলা স্লোগান। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের জন্য কাজী নজরুল ইসলাম লেখেন, জয় বাংলা’র পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ অন্তহীন।
ভোটের আগে ‘জয় বাংলা’ স্লোগান নিয়েও এখন জোর রাজনৈতিক বিতর্ক।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram