'প্ররোচনা দিয়ে বিভেদ ছড়ানো হচ্ছে, মানুষকে পণ্য হিসেবে দেখবেন না' , বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

Continues below advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্ররোচনা দিয়ে বিভেদ ছড়ানো হচ্ছে। এটা বিভেদ সৃষ্টি করার সময় নয়। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে হবে! নির্বাচন তো আগামী বছরের মে মাসে! বাংলার বদনাম হলে আপনাদের গায়ে লাগে না? আমরা তো কোনও রাজ্যের বদনাম করছি না  মানুষকে পণ্য হিসেবে দেখবেন না। বাংলা সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলে। আমিও একসময় বিরোধী ছিলাম। কোথাও হিংসা হলে পুলিশকে জানিয়েছিলাম। অভিযোগ থাকলে গণতন্ত্রে জানানোর ব্যবস্থা আছে। হিংসা হলে পুলিশকে বলেছি কঠোর ব্যবস্থা নিন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram