West Bengal Elections 2021: 'ক্ষমতায় থাকলে জেলে ভরো, জেলে থেকে জেতাব' গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ Mamata Banerjee-র, 'কাটমানি নিলেই জেলে পাঠাব' পাল্টা হুঙ্কার দিলীপের
Continues below advertisement
West Bengal Elections 2021: বছর ঘুরলেই একুশের কুরুক্ষেত্র। যত সময় গড়াচ্ছে, ততই তৃণমূল আর বিজেপির মধ্যে বাগযুদ্ধের সুর সপ্তমে চড়ছে। ৬ নভেম্বর বাঁকুড়ায় এসে রাজ্যের মসনদ থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই বাঁকুড়াতেই দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী। বললেন, ক্ষমতায় থাকলে জেলে ভরো, জেলে থেকে জেতাব।
Continues below advertisement
Tags :
ABP Anandajker Khobor Khabar Bangla News Khobor Bangla ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Abp Ananda TMC BJP West Bengal Elections 2021 Dilip Ghosh Mamata Banerjee