গয়েশপুরে যুবকের রহস্য মৃত্যু ঘিরে শুরু তৃণমূল-বিজেপি চাপানউতোর
Continues below advertisement
কল্যাণীর গয়েশপুরে এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে তৃণমূল-বিজেপির মধ্য়ে চাপানউতোর তৈরি হয়েছে। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বলে অভিযোগ। যদিও শাসকদলের তরফে সব অভিযোগ অস্বীকার হয়েছে। পালটা অভিযোগ করে বলা হয়, ওই যুবক তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন গয়েশপুর তৃণমূল সহ-সভাপতি। তবে বিষয়টি খুন না কি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। আগামীকাল কল্যাণীতে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।
Continues below advertisement