মণীশ শুক্ল হত্যা: টিটাগড়ে অর্জুন ঘনিষ্ঠ খুনে আরও গ্রেফতার, বাইক ও অস্ত্রের হদিশ

Continues below advertisement

বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় ব্যক্তিকে সিআইডি গ্রেফতার করেছে শার্প শ্যুটারদের আশ্রয় দেওয়ার অভিযোগে। ব্যারাকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের উদ্ধার করে সোদপুরের বাড়ি থেকে খোঁজ মিলল একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি মোটরবাইকের।

অন্যদিকে ৪ তারিখ নয়, তার আগের দিন বিজেপির মিছিলেই মণীশ শুক্লাকে মারার পরিকল্পনা ছিল আততায়ীদের। বিজেপি নেতার খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ৩ অক্টোবর, বিটি রোডে মণীশের সঙ্গে কৃষি আইনের সমর্থনে মিছিলে হেঁটেছিল আততায়ীরা। ভিড়ের মধ্যে ওইদিনই খুনের ছক ছিল। কিন্তু পুলিশি নিরাপত্তার কড়াকড়িতে পরিকল্পনা বানচাল হয়। সেইসময় মণীশের গতিবিধি ভালো করে নজর করে আততায়ীরা। ওই মিছিলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram