West Bengal Election 2021: 'চৈতন্যর আদর্শকে বাদ দিয়েই বিজেপির রথযাত্রা', কটাক্ষ ব্রাত্যর
Continues below advertisement
এদিন তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন রথযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, 'বিজেপির রথযাত্রা সম্পর্কে মানুষ অবগত। ওরা চৈতন্যর আদর্শকে বাদ দিয়ে রথযাত্রা করবেন।' আর কী বললেন তিনি? এদিকে, এদিন তৃণমূলে যোগ দেন অভিনেতা দীপঙ্কর দে (Dipankar De) এবং ভরত কল (Bharat Kaul)। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন মন্ত্রী ব্রাত্য বসু এবং সোহম চক্রবর্তী। তৃণমূলে ওস্তাদ রশিদ খানের (Rashid Khan) কন্যা শাওনা খান। এদিন সাংবাদিক বৈঠকে দুয়ারে সরকার আর পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের প্রশংসায় সরব হয়েছিলেন তিনি। নাম না করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন তিনি। ব্রাত্য বসু বলেন, 'বিরোধীরা দুয়ারে সরকার নামে অপপ্রচার করছেন, আর তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়রা স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছেন।'
Continues below advertisement
Tags :
WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Bengali News Live Live News Bangla Khabar Bangla News Bengali News Khobor Bangla Bangla News Live Bangla Khabar Ajker Khobor Ajker Bangla Khabar Bangla News ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital BJP WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee