Modi Vs Mamata: 'ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই', কৃষক বিক্ষোভের আবহেই মোদি-মমতা তরজা তুঙ্গে

Continues below advertisement

মোদি সরকারের কৃষি আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার কৃষক। এই প্রেক্ষাপটে কৃষকদের নিয়ে বাগদযুদ্ধে জড়ালেন নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বারাণসী থেকে নাম না করে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদি। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী বলেন, একটা রাজ্যে এমন মিথ্যা বলেছিল যে কৃষকরাই বলেছিলেন, আমাদের টাকা চাই না। ফলে ওই রাজ্যে ওই প্রকল্প কার্যকর হয়নি... তবে নির্বাচনে আমাদের সরকার তৈরি হলে ওখানকার কৃষকদের ওই প্রকল্পের এক্তিয়ারে আনবই। তাঁর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলা বঞ্চিত দিল্লির কাছে...কেন্দ্রীয় সরকার সংস্থা দিয়ে প্রতিমুহূর্তে হয়রানি করে... রাজ্য সরকার কৃষকদের সব ব্যাপারে সাহায্য করে... আমরা ভাল কাজ করছি বলেই খুব হিংসা'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram