ফটাফট: রাজ্যে একদিনে Corona আক্রান্ত ২০৩, CBSE ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ

Continues below advertisement
প্রায় ১১ মাস বন্ধ থাকার পর আগামী ১২ তারিখ থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের। কোভিড বিধি মেনে নবম থেকে দ্বাদশ ক্লাস চালুর ভাবনা। এখনই চালু হবে না প্রাথমিক বিভাগ। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস কবে শুরু হবে তা নিয়ে আজ উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। রাজ্য সরকারের ভাবনার পথেই হাঁটছে ইংরেজি মাধ্যম স্কুলগুলিও। আইসিএসই-র কাউন্সিলের তরফে জানানো হয়েছে, কাউন্সিলের অধীন স্কুলগুলি সশরীরে পড়ুয়াদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে পারে। সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ। কেন্দ্রের বাজেট ঘোষণার পরদিনই আলিপুরদুয়ারে চা শ্রমিকদের জন্য প্রকল্প মমতার (Mamata Banerjee)। বললেন, প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি বিজেপি। মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না, কটাক্ষ শমীকের। বেহালায় জোড়া মিছিল। যুযুধান শাসক-বিরোধী। লালার টাকা গেছে ব্যাঙ্ককের অ্যাকাউন্টে, বারুইপুরের সভায় কাগজ দেখিয়ে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কোনও প্রমাণ দিতে পারেনি বিজেপি, বিশ্বাসঘাতকদের কথার গুরুত্ব নেই, পাল্টা সৌগত রায় (Saugata Roy)। ক্ষমতায় এলেই রাজ্যে বিশেষ প্যাকেজ। কথা দিয়েছেন অমিত শাহ, বারুইপুরের সভায় দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। পুরোটাই ভাঁওতা, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। বহিরাগত ইস্যুতেও টক্কর। কয়লাকাণ্ডের তদন্তে এবার খনি এলাকায় সিবিআই (CBI)। কীভাবে চলে বেআইনি কারবার? খোঁজ নিলেন গোয়েন্দারা। কোভিশিল্ডের পর কোভ্যাকসিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কোভ্যাকসিন বণ্টন শুরু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২০৩, মৃত্যু হয়েছে ৯ জনের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram