Morning Headlines: হালিশহরের পর পূর্বস্থলীতে বিজেপি কর্মীকে 'খুন', বিজেপি নেতা খুনে রণক্ষেত্র হালিশহর, দিনের বাছাই করা খবর জেনে নিন

Continues below advertisement

হালিশহরের পর পূর্বস্থলীতে BJP কর্মীকে খুনের অভিযোগ TMC-র বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে খুন, পাল্টা তৃণমূল। বিজেপি নেতা খুনে হালিশহরে ধুন্ধুমার। বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, দেহ নিয়ে মিছিল। ধৃত ৩ তৃণমূল সমর্থকের জেল হেফাজত। এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দাবি Kailash Vijayvargiya-র। কেন্দ্রে ক্ষমতায়, অপপ্রয়োগ করতেই পারে, কটাক্ষ তৃণমূলের। ফের নবান্ন-রাজভবন সংঘাত। পছন্দের IPS-দের অবসরের পর ভালো জায়গা, অপছন্দদের কোণঠাসা। নামের তালিকা প্রকাশ করে ট্যুইট রাজ্যপালের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ডোমজুড়ে রাজীবের সমর্থনে পোস্টের, ক্ষোভ প্রশমনে উদ্যোগী তৃণমূল। PK-কে নিয়ে রাজীবের সঙ্গে বৈঠক পার্থর। দলের কিছু নেতার দুর্নীতি-স্তাবকতায় অসন্তোষ প্রকাশ, সূত্রের খবর। দলীয় নেতৃত্বের পর নিশানা মুখ্যমন্ত্রীকে। এবার শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডাকে বহিস্কার করল তৃণমূল। নজরে একুশের ভোট। বিজেপির হাতিয়ার বেকারত্ব। ৭৫ লক্ষ যুবকের কাছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি। কার্ড বিলি কর্মসূচি বিজেপির। পুরোটাই ভাঁওতাবাজি, কটাক্ষ তৃণমূলের। মহিষাদলের অরাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দুর মন্তব্যে ফের জল্পনা। আজ তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বুধবার জলপাইগুড়ি, কোচবিহারে দুটি রাজনৈতিক সভা, নবান্ন সূত্রে খবর। বঙ্গ সফরের পরই করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৫৮০ জন, মৃত ৪৭। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ২ হাজার ৯৯৪ জন।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram