Morning Headlines: ৮ তারিখ দুদিনের বঙ্গ সফরে JP Nadda, খড়দার সভা থেকে Mamata-Abhishek-কে চ্যালেঞ্জ Suvendu Adhikari-র

Continues below advertisement
খড়দার সভা থেকে মমতা-অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর। ক্ষমতা থাকলে করে দেখাক, পাল্টা সৌগত। বোলপুরে অমিতকে পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা (Mamata Banerjee)। বাংলায় ঘৃণার রাজনীতি আমদানি করছে বিজেপি (BJP), ছাড়ছে না অমর্ত্যকেও (Amartya Sen)। রবীন্দ্রভূমিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মমতার। বিভাজনের রাজনীতি করছে তৃণমূলই, পাল্টা বিজেপি। বোলপুরে ৪ কিমি পদযাত্রা করে আক্রমণে মমতা। ভয় দেখিয়ে শক্তি প্রদর্শন, কটাক্ষ বিজেপির। নন্দীগ্রামে মমতা চ্যালেঞ্জ শুভেন্দুর। বিশ্বাসঘাতক বলে পাল্টা খোঁচা তৃণমূলের (TMC)। বিজেপির স্ট্যাম্প মারা একজনকে বিশ্বভারতীর উপাচার্য করা হয়েছে। সরাসরি বিশ্বভারতীর উপাচার্যকে আক্রমণ মমতার। উপাচার্য নিয়োগ করেন রাষ্ট্রপতি, পাল্টা বিদ্যুৎ চক্রবর্তী। অমর্ত্য সেনও আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না, জমি বিতর্কে সরব মমতা। ৭৭ একর জমি কব্জা, অডিট রিপোর্টে অমর্ত্যর নাম। হেনস্থার উদেশ্য নেই, প্রতিক্রিয়া উপাচার্যের। অমিতের রোড শোয়ের ৯ দিনের মাথায় বোলপুরে মমতা। ৮ তারিখ দুদিনের বঙ্গ সফরে পাল্টা যাচ্ছেন নাড্ডা (JP Nadda)। ঢুকছে বহিরাগত, পুলিশে জানান, হুঁশিয়ারি দিলেন মমতা। শুভেন্দুর সভার আগে উত্তপ্ত নন্দীগ্রাম। অনুগামীদের ওপর হামলা, কয়েকজন আহত। 'ফল ভুগতে হবে মদতদাতাদের', আক্রমণে শুভেন্দু। শালিমার স্টেশনের কাছে শ্যুটআউট। তৃণমূল কর্মীর মৃত্যুতে রণক্ষেত্র হাওড়া। পূর্ব মেদিনীপুরে দুই সদ্যোজাতের শরীরে করোনার (Corona) antibodi, অন্যান্য অসুস্থতায় অবস্থার অবনতি। ভর্তির সময় দুই প্রসূতির করোনা পরীক্ষা না হওয়ায় প্রশ্ন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram