Morning Headlines: কোভ্যাকসিন-কোভিশিল্ডে অনুমোদন দিল DCGI, Sourav Ganguly-র রক্তচাপ, পালস রেট স্বাভাবিক

Continues below advertisement
কোভ্যাকসিন ও কোভিশিল্ডে অনুমোদন DCGI-র। ১০০ শতাংশ সুরক্ষিত কোভ্যাকসিন ও কোভিশিল্ড, টিকা নেওয়ার পর সামান্য জ্বর, ব্যথা, অ্যালার্জি হতে পারে, দাবি DCGI-র। সিদ্ধান্তকে স্বাগত জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। করোনা মুক্তির পথ সুগম হল, ট্যুইট প্রধানমন্ত্রীর (Narendra Modi)।

তৃতীয় দফার ট্রায়ালের আগেই কেন কোভ্যাকসিনকে তড়িঘড়ি ছাড়পত্র? প্রশ্ন শশী তারুরের। প্রশংসনীয় কাজ বলেই বিরোধিতা, কটাক্ষ নাড্ডার (JP Nadda)। তৈরি আছে কোভিশিল্ডের ৫ কোটি ডোজ, সাধারণ মানুষের জন্য দাম হাজার টাকা। গরিবদের জন্য কমদামে দেওয়া হবে সরকারকে, জানালেন SERUM Institute-র CEO।

ভাল আছেন Sourav Ganguly। রক্তচাপ, পালস রেট স্বাভাবিক। আসছেন চিকিৎসক দেবী শেট্টি। চিকিৎসক পদ্ধতি নিয়ে আজ বৈঠকে মেডিক্যাল বোর্ড। সৌরভকে ফোন করে খবর নিলেন মোদি। চাপ ছিল সৌরভের ওপর, রাজনৈতিক স্বাৰ্থসিদ্ধি করতে চেয়েছিল কেউ কেউ, বিস্ফোরক দাবি অশোক ভট্টাচার্যের। বিকৃত বুদ্ধির রাজনীতি করছেন, মন্তব্য দিলীপের। তৃণমূলের (TMC) তরফে চাপ ছিল না, বললেন শোভনদেব।


ঝাড়গ্রাম থেকে কাঁথি, ফের শুভেন্দুর (Suvendu Adhikari) মুখে 'ভাইপো' কটাক্ষ। বেশী দিন অপমান সহ্য করব না, পাল্টা আক্রমণে সৌগত (Saugata Roy)। শুভেন্দুর ক্ষমতা দখলের দাবিকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ। বিজেপিতে আসবেন তৃণমূলের আরও ১৬ সাংসদ, জল্পনা বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি সুনীল মণ্ডলের। নীতিহীনদের কথায় কোনও প্রভাব পড়বে না, পাল্টা তৃণমূল।



পার্থর (Partha Chatterjee) সঙ্গে জোড়া বৈঠকের পরেও বেসুরো রাজীব। ফের নেতৃত্বের একাংশকে নিশানা। বললেন, কর্মীদের চাকর ভাবলে মূর্খের স্বর্গে বাস করছেন। দলে কেন বলছেন না? প্রশ্ন অরূপের।

সবার জন্য খুলল পুরীর জগন্নাথ মন্দির। ঢুকতে গেলে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram