Morning Headlines: মন্ত্রীত্ব-সহ দলীয় পদে ইস্তফা Laxmi Ratan Shukla-র, আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন Sourav Ganguly

Continues below advertisement
মন্ত্রীত্ব-সহ দলীয় পদে আচমকা লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) ইস্তফা। বিধায়ক থাকলেও আপাতত রাজনীতি থেকে অব্যাহতি চেয়ে মমতাকে (Mamata Banerjee) চিঠি। সাড়ে চার বছরের মন্ত্রীত্বে একটিও ফাইল আসেনি, তালিকা দিলেও তৈরী হয়নি নতুন কমিটি। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ লক্ষ্মীর। সমস্যার কথা আগে বলেনি, মন্তব্য সৌগতর (Saugata Roy)। লক্ষ্মীরতনের ইস্তফার কিছুক্ষণের মধ্যেই হাওড়া শহর তৃণমূলের (TMC) নতুন সভাপতি। লক্ষ্মীর ইস্তফার দিনেই জল্পনা বাড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার নেতাদের নিয়ে শোভনের (Sovan Chatterjee) সঙ্গে বৈঠক। ব্যক্তিগত সম্পর্কের সাফাই। বরদাস্ত করা হবে না গোষ্ঠী কোন্দল, আলিপুরদুয়ারে দলীয় বৈঠকে কড়া বার্তা অভিষেকের (Abhishek Banerjee)। পুজো দিলেন তোর্সা কালী মন্দিরে। কোনও লাভ নেই, কটাক্ষ বিজেপির (BJP)। রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। বাড়ি ফেরার সময়ে পঞ্চায়েত উপপ্রধানের ভাইয়ের ওপর হামলা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ অনুব্রতর। গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা বিজেপি। কয়লা-গরু পাচারকাণ্ডে CBI-র নজরে তিন IPS, রাজ্য পুলিশের তিন অফিসার। নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ। তৃণমূল নেতা বিনয় মিশ্রকেও ফের সমন। নারদকাণ্ডে ২ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে CBI-কে। নিষ্ক্রিয়তার মামলায় নির্দেশ হাইকোর্টের। চার্জশিট পেশে লোকসভার অধ্যক্ষের অনুমতি না মেলার দাবি গোয়েন্দাদের। ১০ দিনের মধ্যেই দেশজুড়ে জরুরি ভিত্তিতে করোনা ভ্যাকসিন (Corona Vaccine)। কোভিশিল্ড, কোভ্যাকসিনকে অনুমোদন দিল DCGI। করোনা ভাইরাস বায়ুবাহিত, হাসপাতালের বাতাসে মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়। আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ (Sourav Ganguly)। দেখে এলেন দেবী শেঠি (Devi Shetty)।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram